নতুন একটি ফোন আনছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ফোনটির মডেল জেনফোন ফোর ভি। ফোনটি শুরুতে ইউরোপের বাজারে পাওয়া যাবে।
সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস করেছে রোনাল্ড কোয়ান্ডট।
এক টুইট বার্তায় তিনি জানান, ২১ সেপ্টেম্বর রোমে ফোনটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে। এজন্য সাংবাদিকদের ইনভাইটেশন পাঠানো হয়েছে।
জেনফোন ফোরভি ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে।
ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।