হুয়াওয়ে আনলো কম দামের ফোন

মোবাইল ফোন রিভিউ June 29, 2017 1,053
হুয়াওয়ে আনলো কম দামের ফোন

চীনের হ্যান্ডসেট ব্র্যান্ড হনর কমদামের একটি ফোন বাজারে আনতে কাজ করছে। এই ফোনটি চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট টিনার ছাড়পত্র পেয়েছে। ফোনটির মডেল কি তা এখনো জানা যায়নি। তবে এটি মায়া কোড নেমে তৈরি হচ্ছে।


টিনার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ফোনটি হবে মেটাল বডির। এতে সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকবে। এতে এলইডি ফ্লাশও থাকবে।


মায়া কোড নেমে তৈরি ফোনটিতে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সংযোজন করা হবে।


ফোনটিতে ১৬ জিবির বিল্টইন মেমোরি থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কোয়াডকোর প্রসেসর থাকবে। এই ফোনটিতে ২৯২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।