চীনের হ্যান্ডসেট কিলার ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটি ওয়ান প্লাস ওয়ান নামের হ্যান্ডসেট দিয়ে বাজারে প্রবেশ করে। ওয়ান প্লাসের প্রথম ফোনটিই চীনসহ সারা বিশ্বে সাড়া ফেলে। এরপর বাজারে আসে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস মিনি এবং ওয়ান প্লাস থ্রিটি। এবার বাজারে আসছে ওয়ান প্লাস ফাইভ। ফোনটি এ বছরের গ্রীষ্মে বাজারে আসছে। এই ফোনটি আরেকটি ভার্সন বাজারে আসবে। এটি হবে ‘মিন্ট গোল্ড’ রঙে। এছাড়াও ফোনটির মূল ভার্সন হবে মিডনাইট ব্ল্যাক রঙের। স্লেট গ্রে রঙেও একটি ভার্সন পাওয়া যাবে।
ফ্লাগশিপ এই ফোনটি দুইটি র্যাম ভার্সনে পাওয়া যাবে। একটি হবে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। আরেকটি ভার্সন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে।
ওয়ান প্লাসের নতুন ভার্সনের ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ফোনটির সেলফি ক্যামেরা হবে ১৬ মেগাপিক্সেলের। এতে সনির আইএমএক্স৩৭১ সেন্সর থাকবে। এছাড়াও ফোনের ক্যামেরা ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি এবং এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ হবে।