ফেসবুক খুলে দেওয়ার পর

মজার সবকিছু April 18, 2016 906

★ প্রথম বন্ধু : দোস্ত, ফেসবুক খুইলা দিছে, জানিস তো?


দ্বিতীয় বন্ধু : খুইলা দিছে! তাইলে কি এত দিন বন্ধটন্ধ ছিল নাকি?


★ প্রথম প্রতিবেশী : ফেসবুক বন্ধ থাকার কারণে নাকি মানুষের রাতজাগা বন্ধ হয়েছিল।


দ্বিতীয় প্রতিবেশী : তাই বলেন! এ জন্যই তো কয়েক দিন নাইটগার্ডের ফুড়ুৎ ফুড়ুৎ বাঁশি শুনিনি।


★ প্রথমজন : ভাবি দেখি আজ গলাবাজি করছে না। ঘটনা কী?


দ্বিতীয়জন : ফেসবুক খুলে দিছে না! গলাবাজি করার তার এখন সময় কই?


★ মহিলা : বুয়া আজ কাজে আসতে দেরি হলো যে?


বুয়া : অনেক দিন পর ফেসবুকে ঢুকেছি তো। তাই ক্যামনে যে সময় চলে গেল বুঝতেই পারিনি।