ফটোগ্রাফারদের জন্য আসুসের নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ June 26, 2017 776
ফটোগ্রাফারদের জন্য আসুসের নতুন ফোন

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন একটি ফোন বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। ফোনটির মডেল জেনফোন ৩ জুম। এই ফোনটি শুরুতে ইউরোপের বাজারে ছাড়ার কথা রয়েছে।


মধ্যম ঘরানার এই ফোনটি বিশেষভাবে ফটোগ্রাফারদের জন্য তৈরি করা হয়েছে। এতে আছে ৩ জিবি র‌্যাম। চার জিবি র‌্যামেও ফোনটি পাওয়া যাবে। ইউরোপের বাজারে ফোনটির মূল্য ৪৭০ ইউরো।


ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এর সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


আসুসের নতুন ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটিতে জুলাই মাস নাগাদ বাজারে পাওয়া যাবে।