ফিরে দেখা ২০১৫

মজার সবকিছু April 18, 2016 1,444

★ পারসন অফ দ্যা ইয়ারঃ সাকা চৌধুরী

★ মন্ত্রী অফ দ্যা ইয়ারঃ তারানা হালিম।

★ সাহস অফ দ্যা ইয়ারঃ মাশরাফির লিডিং এ স্লিপ এ সাতজন প্লেয়ার দাড়া করা।

★ মডেল অফ দ্যা ইয়ারঃ রেশমি আলম এবং মিথিলা জ্যাকলিন।

★ পেজ অফ দ্যা ইয়ারঃ "মজা লস"

★ ডায়লগ অফ দ্যা ইয়ারঃ "সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হইছে"

★ সং অফ দ্যা ইয়ারঃ "গাজার নৌকা পাহাড় তলী যায়"

★ গেমস অফ দ্যা ইয়ারঃ হিরোস অফ ৭১।

★চোর অফ দ্যা ইয়ারঃ রেন্ডিয়া৷

★ যানবাহন অফ দ্যা ইয়ারঃ বালুর ট্রাক।

★ ব্রেকাপ অফ দ্যা ইয়ারঃ হৃদয় খান- সুজানা।

★ হারামী অফ দ্যা ইয়ারঃ পহেলা বৈশাখে নারীর উপর হামলাকারীরা।

★ ইতিহাস অফ দ্যা ইয়ারঃ ৩০ লাখ নাকি ৩ লাখ??

★ রিমান্ড অফ দ্যা ইয়ারঃ "মজা লস" পেজের এডমিন চৌধুরী সাহেব।

★ কাজের কাজ অফ দ্যা ইয়ারঃ নিজের পয়সায় পদ্মা সেতুর কাজ শুরু।

★ আন্দোলন অফ দ্যা ইয়ারঃ ভ্যাট বিরোধী আন্দোলন।

★ থ্রেট অফ দ্যা ইয়ারঃ "গোপালগঞ্জের নাম মুছে দিব"

★ আতংক অফ দ্যা ইয়ারঃ ভূমিকম্প।

★ প্লেয়ার অফ দ্যা ইয়ারঃ মুস্তাফিজ।

★ আম্পায়ার অফ দ্যা ইয়ারঃ ইয়ান গোল্ড।

★ বিরক্তি অফ দ্যা ইয়ারঃ "বেচে থাকো সোনামণি, বেচে থাকো যাদুমণি"।

★ জন্ম অফ দ্যা ইয়ারঃ ময়মনসিংহ বিভাগের।

★ জামাই অফ দ্যা ইয়ারঃ সুমাইয়া শিমুর জামাই।

★ ফাঁস অফ দ্যা ইয়ারঃ মেডিকেলের প্রশ্ন।

★ প্রেমিক অফ দ্যা ইয়ারঃ রুবেল

★ অপেক্ষা অফ দ্যা ইয়ারঃ রেলমন্ত্রী সুসংবাদ দিচ্ছেনা কেন??

★ হিরো অফ দ্যা ইয়ারঃ মাশরাফি, আমাদের ম্যাশ।

★ নিউ ক্রাশ অফ দ্যা ইয়ারঃ তাসকিন, শবনম ফারিয়া

★ জুটি অফ দ্যা ইয়ারঃ রুবেল-হ্যাপি

★ ভীতু অফ দ্যা ইয়ারঃ অস্ট্রেলিয়ান ক্রিকেট দল

★ রেকর্ড অফ দ্যা ইয়ারঃ প্রোফাইলে জাতীয় পতাকা উড্ডয়ন;

★ হতভাগী অফ দ্যা ইয়ারঃ ঐশী

★ ট্রাজেডি অফ দ্যা ইয়ারঃ ফেসবুক বন্ধ হওয়া।

★ জোক অফ দ্যা ইয়ারঃ "ফেসবুক নাকি বন্ধ ছিল!!!"

★ প্যারোডি অফ দ্যা ইয়ারঃ রুবেল মৌসুমীর "দেখেছি প্রথমবার"

★ আশ্বাস অফ দ্যা ইয়ারঃ "সময় হলেই সবকিছু খুলে দেয়া হবে"

★ অমানুষ অফ দ্যা ইয়ারঃ মতিঝিলে বখাটের দল শাড়ির আচল টেনে ধরে নারী হত্যা।

★ ভিক্টোরি অফ দ্যা ইয়ারঃ পাকিস্থানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়।

★ বিজ্ঞাপন অফ দ্যা ইয়ারঃ "যা রায়ে হো না বাংলাদেশ। মিলেগা বরাবর মিলেগা। ব্যাম্বু ইজ অন"

★ ক্যালকুলেশন অফ দ্যা ইয়ারঃ অর্থ মন্ত্রী কতৃক প্রাইভেট ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের হাত খরচ হিসাব।

★ আতংক অফ দ্যা ইয়ারঃ পেট্রল বোমা৷

★ স্ট্যাটাস অফ দ্যা ইয়ারঃ এই যে এখন যেটা পড়তেছেন।"