আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে?

মজার সবকিছু April 18, 2016 1,308

আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে???

--কেন?? আমি আপনাকে আমার মোবাইল নাম্বার দেব কেন??


--আমি কি আপনার মোবাইল নাম্বার চাইছি নাকি??

--তাহলে কিসের নাম্বার??


--আমি তো জানতে চেয়েছিলাম আপনি ১ নাম্বার নাকি ২ নাম্বার??

--হোয়াট দ্যা হেল ইউ আর টকিং এবাউট...???


--না মানে, ভাইবোনের মধ্যে কয় নাম্বার? প্রথম নাকি দ্বিতীয়... এটা জানতে চেয়েছিলাম।

-- আপনি না... সত্যি একটা ফাজিল...


-- না না আপু, আমার নাম ফাজিল না... ফাহিম।

--আপনার নাম কি আমি জানতে চেয়েছি??


--না মানে, নিজেই সেধে সেধে বললাম। আমার নাম তো আপনার নামের মতো এত বিশ্রী না।

--বিশ্রী মানে??? আপনি আনিকা নামের মানে জানেন???


--ওহ... আমিও কিন্তু আপনার নাম জানতে চাইনি। শুধু আপনার নাম্বারটা জানতে চেয়েছিলাম।

-- সত্যি করে বলেন তো, আপনি কি চান??


-- আসলে আপনাকে একটা কথা বলতে চেয় কিন্তু, আপনার সাথে এতক্ষণ কথা বলে ওই কথাটা বলার আর ইচ্ছে নেই।

- সমস্যা নেই, বলেন।


--আমি কি রাস্তার ছেলে নাকি?? রাস্তায় দাঁড়িয়ে আপনাকে এসব কথা বলবো??

--তাহলে কি কোন রেস্টুরেন্টে বসতে চান??


-- সরি আপু, আমি আপনার সাথে প্রেম করছি না। তাই আপনাকে নিয়ে রেস্টুরেন্টে বসার ইচ্ছা নাই।

--তাহলে কিভাবে বলতে চাচ্ছেন??


-- মোবাইলে।

--আমি তো অপরিচিত কোন ছেলেকে আমার নাম্বার দেই না।

--তাহলে আর শুনতে হবে না। আল্লাহ হাফেজ।


--এই যে শুনুন... আপনি একটা কাজ করেন,

আপনার নাম্বারটা দিয়ে যান, আমি রাতে কল করবো।"

আপনাদের একটাই দোষ. !


ভালো লাগলেও লাইক কমেন্ট দিতে কিপ্টামি করেন. !! তাইলে পরবর্তী জোক্স সংগ্রহ করার উৎসাহ পামু কই হ্যাঁ ??