লেনোভো নিয়ে এলো নতুন ট্যাব

মোবাইল ফোন রিভিউ June 26, 2017 882
লেনোভো নিয়ে এলো নতুন ট্যাব

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর নতুন একটি ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে। ট্যাবটির মডেল লেনোভো ট্যাব ৪। এটি বিক্রির জন্য যুক্তরাজ্যের বাজারে প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে।


এর আগে এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ট্যাবটি প্রদর্শন করা হয়েছিল।


ট্যাবটির ডিসপ্লে ১০.১ ইঞ্চির। এছাড়াও একটি ৮ ইঞ্চি ডিসপ্লের একটি ট্যাবও পাওয়া যাবে। এই মডেলটির মূল্য ধরা হয়েছে ১২৯.৯৯ ডলার। অন্যদিকে ১০.১ ইঞ্চি মডেলটির মূল্য ১৭৯.৯৯ ডলার। ৩০ জুন থেকে লেনোভোর নতুন ট্যাব বাজারে পাওয়া যাবে।


অ্যামাজনের ওয়েবসাইটে ট্যাবটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে।