ছেলে: এই শোন, তুমি না রিয়া না ?
মেয়ে : হুমম! কিছু বলবেন?
ছেলে: না।
মেয়ে : তাহলে ডাকলেন কেন ?
ছেলে : এমনি-ই।
মেয়ে : -আপনি কি পাগল নাকি মাথায় ছিট
আছে ?
ছেলে : বলতে পারো দুটোই!
মেয়ে : পথ ছাড়ুন ! আমি কোন পাগলের সাথে
কথা বলি না!
ছেলে : আমি তো তোমার জন্যই পাগল হয়েছি!একমাত্র তুমি-ই আমাকে ভালো করতে পারো!
মেয়ে :-মানে ?
ছেলে : মানে আমি তোমাকে বিয়ে করতে চাই।
মেয়ে : মাইনে কত ?
ছেলে : মানে ?
মেয়ে : বলছি মাসে কত ইনকাম করেন ?
ছেলে :এইতো -সামান্য কিছু !
মেয়ে : আপনি কোন সাহসে আমার সাথে প্রেম
করতে এসেছেন? দুই মাস পর একটা কোম্পানির
এমডির সাথে আমার বিয়ে হবে! আপনি তো
তার বাড়ীর চাকর হবারও যোগ্য না!
ছেলে : তাই নাকি!!!! আপনার হবু স্বামীকে দেখেছেন ?
মেয়ে : না, আজই তার সাথে দেখা হবে। সে আমাদের বাসায় আসবে!
ছেলে : না। সে আর আপনাদের বাসায় যাবে না।
মেয়ে : মানে? আপনি জানলেন কি করে?
ছেলে : কারণ সেই মানুষটা আমি-ই!
মেয়ে : তু-তু-তুমি! কি বলছো!
ছেলে : -হুমম! যা সত্যি, তা-ই বলছি।
মেয়ে : ওয়াও!কি হ্যান্ডসাম তুমি! তোমার মত
একজন ছেলেকেই তো আমি মনে মনে খুঁজছিলাম!
ছেলে : কিন্তু আমি আপনার মত মেয়েকে খুঁজিনি। আমি খুঁজেছি এমন একটা মেয়ে, যে আমার টাকাকে নয়, ভালোবাসবে শুধু আমাকেই। আমি সত্যি-ই দুঃখিত! আপনার মত অর্থলোভী মেয়েকে, আমি বিয়ে করতে পারবো না।