প্রশ্ন : ঈদের নামাজ মসজিদে পড়লে সেটা জামে মসজিদ হতে হবে কি না?
উত্তর : না, জামে মসজিদ না হলেও কোনো অসুবিধা নেই, মসজিদ হলেই যথেষ্ট। তবে মসজিদে ঈদের সালাত আদায় না করাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে ঈদগাহে আদায় করা। মসজিদে আদায় করাটা সুন্নাহ পরিপন্থী কাজ।