প্রশ্ন : দুই ঈদের যে নির্দিষ্ট তাকবির রয়েছে, যদি একবার করে বলতেন, তাহলে উপকার হতো।
উত্তর : দুই ঈদে যে তাকবিরগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের রয়েছে। ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’। এ রকম আরো আছে। এগুলো আপনাকে বই থেকে জেনে নিতে হবে। আমরা মুখে বললাম আর আপনি সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলবেন, তা হবে না। এগুলো বিভিন্ন বই থেকে মুখস্থ করে নিতে হবে।