ছাত্র : স্যার, একটা কথা বলবো?
শিক্ষক : কী বলবে বলো?
ছাত্র : আমার খুব লজ্জা লাগছে।
শিক্ষক : লজ্জার কী আছে, বল?
ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার?
শিক্ষক : আরে বেটা, যা বলবি জোরে বল। সবাই শুনুক।
ছাত্র : স্যার, আপনার প্যান্টের চেইন খোলা।
শিক্ষক : ওরে বেটা, আস্তে কঅ!