মেয়ে পটানোর কিছু সহজ উপায়।

মজার সবকিছু April 18, 2016 8,200
মেয়ে পটানোর কিছু সহজ উপায়।

ফেইসবুকের হাজারো সিঙ্গেল ছেলের কথা চিন্তা করে লিখে ফেললাম মেয়ে পটানোর কিছু সহজ উপায়।

.

নিচে দেয়া উপায় গুলো ফলো করলে আশা করি আপনার প্রেমের খরা কেটে যাবে আপনার হ্নদয়ে উদিত হবে নতুন প্রেমের সূর্য।

.

১/ মেয়েদের সামনে তাহসানের বেশি বেশি প্রশংসা করুন

.

২/ ফেইসবুকে তাহসানের পেইজ লাইক দিন। তার স্ট্যাটাস আপডেট শেয়ার করুন।

.

৩/তাদের সামনে মেহেজাবিন বা সাফা কবির কে অতিরিক্ত ঢঙ্গী মেয়ে হিসেবে প্রমান করুন আর তাকে তাদের থেকে আলাদা বলুন।

.

৪/ পাখি নামক জামা নিয়ে তাদের সাথে বেশি বেশি আলাপ করুন। আপনার প্রেমিকা থাকলে তাকে একটা পাখি জামা কিনে দিতেন তা তাকে বুঝানোর চেষ্টা করুন।


৫/ আপনার আম্মু সিরিয়াল দেখে, সিরিয়ালের পাগল তা মেয়ের কানে ঢুকিয়ে দিন। তাহলে মেয়ে আপনার আম্মুর উপর পটে আপনার উপর পটে যাবে। তবে ভুলেও বলবেন না যে আপনি সিরিয়াল দেখেন তাহলে মেয়ের কাছে আপনার রেপুটেশন কমে যাবে।

.

৬/ ইনবক্সে মেয়েদের সাথে কথা বলার সময় আলাদা একটা ভাব বজায় রাখুন। তাদের বুঝান আপনি মেয়েদের অতোটা পাত্তা দেন না।

.

৭/ ফোন কথা বলার সময় ভাব নিবেন না। যতোটা পারেন লুতুপুতু হবেন আর হাসানোর চেষ্টা করবেন।

.

৮/ মেয়ের দুনিয়ার যতো আজাইরা প্যাচাল আছে তা ধৈর্য ধরে শুনুন। আর উত্তর হিসেবে হু হা বলে চালিয়ে দিন। তাকে বুঝান আপনি মনন দিয়ে তার সব কথা শুনছেন।

.

৯/ একটা মেয়ের প্রতিটা অংশের প্রতিটা ক্ষেত্রের প্রশংসা করুন এমন কি তার নোখের নেলপলিশ এর ও।

.

১০/ ফেইসবুকে লেখালেখি করলে অতিমাত্রায় লুতুপুতু লেখা লেখুন। তবে তা অবশ্যই রোমান্টিক হতে হবে। এবং একখানা প্রেমিকা থাকলে মন্দ হতো না লেখার মাঝে এমন ভাব ফুটিয়ে তুলতে হবে।

.

১১/ ভাবওয়ালাই ইনফো লাগিয়ে ও কাজ হয় অনেক ক্ষেত্রে। কারন বেশিরভাগ মেয়ে ভাব নেয়া ছেলেদের উপর ক্রাশ খায়।

.

১২/ কবিতা লিখার ক্ষমতা থাকলে তো কথাই নেই। আপনি ঈ আপনি। আপনাকে আর পায় কে। আর ক্ষমতা না থাকলে আজই বসে পড়ুন কবিতা লিখতে। রোমান্টিক কবিতা। জানেন ই তো চেষ্টায় সব মিলে। এ তো সাধারন ছন্দময় কবিতা।

.

১৩/ আপনি হিন্দি রোমান্টিক গানের বিশেষ ভক্ত তা বুঝানোর চেষ্টা করুন । মাঝে মাঝে হিন্দি রোমান্টিক গান নিয়ে কথা বলুন। তাকে নতুন গানের আপডেট দেন।