ঠাণ্ডা লাগা অথবা অনিদ্রার মতো সমস্যায় ভুগছেন? এগুলো দূর করতে পারেন খুব সহজেই! লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানাচ্ছে জীবনযাপন সহজ করার ছোট্ট কয়েকটি টিপস। জেনে নিন সেগুলো কী কী-
⚫ঠাণ্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে? রাতে ঘুমানোর আগে একটি পেঁয়াজ দুই টুকরা করে বালিশের দুই পাশে রেখে ঘুমান। পরদিন সকালেই খুলে যাবে বন্ধ নাক।
⚫মশা কামড়ানোর পর চুলকানি হলে সামান্য ডিওডরেন্ট লাগান আক্রান্ত স্থানে। উপকার পাবেন।
⚫রাতে ঘুমানোর আগে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন। দূর হবে অনিদ্রার সমস্যা।
⚫কয়েক সেকেন্ড চোখের পলক না ফেললে বন্ধ হবে চোখ থেকে বিরামহীন পানি পড়া।