এক নজরে দেখে নিন, কোন রাষ্ট্রপ্রধানের বেতন কত?

জানা অজানা June 18, 2017 2,515
এক নজরে দেখে নিন, কোন রাষ্ট্রপ্রধানের বেতন কত?

উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশের সরকার প্রধানরা কে কেমন বেতন পান, সে বিষয়ে সবার কৌতূহল রয়েছে। বিভিন্ন দেশের হালনাগাদ তথ্যের ভিত্তিতে সরকার প্রধানদের বেতন তুলে ধরেছে ইকোনমিক টাইমস । ওই প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১০টি দেশের রাষ্ট্রপ্রধানের বেতন তুলে ধরা হলো।


শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন এক লাখ ১৫ হাজার টাকা। তিনি বছরে মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার বেতন হিসেবে পান।


নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে বেতন পান ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার।


ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতন বছরে চার লাখ ডলার হলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিমাণ বেতন না নিয়ে মাত্র এক ডলার বেতন নিচ্ছেন।


আঙ্গেলা মার্কেল

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল বছরে বেতন হিসেবে পান ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার।


থেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ ডলার।


জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাৎসরিক বেতন ২ লাখ ৬০ হাজার ডলার


রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্টের বাৎসরিক বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার।


ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্টের বেতন অন্যান্যদের তুলনায় খুব একটা বেশি নয়। তিনি পান ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার।


শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেতন ২২ হাজার ডলার।


শিনজো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র বেতন ২ লাখ ৩ হাজার মার্কিন ডলার।