র্যাবিটহোল নামের এক অ্যাপে সরাসরি খেলা দেখা যাবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে গত ৩০ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এই অ্যাপ। যে কেউ অ্যাপটি নামিয়ে স্মার্টফোনে খেলা দেখতে পারবেন। বাংলাদেশসহ বিভিন্ন দলের ক্রিকেট সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে পারবেন এই অ্যাপ ব্যবহারকারীরা।
শুধু সরাসরি খেলা-ই নয়, পরবর্তী সময়ে ম্যাচের হাইলাইটসও দেখা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপের নির্মাতারা জানিয়েছেন, সরাসরি খেলা দেখানোর পাশাপাশি ম্যাচের আগে ও পরে আলোচনা এবং ফ্যান-শো যোগ করা হবে এতে।
এ ছাড়াও এই অ্যাপের মাধ্যমে বিনোদন উপভোগ করার ব্যবস্থা রয়েছে। নাটক, টেলিফিল্ম থেকে শুরু করে অ্যানিমেশন, ভ্রমণ, সেলিব্রিটি শো দেখা যাবে। অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য বানানো হয়েছে এই অ্যাপ।
নামানোর ঠিকানা: https://goo.gl/G1bEWU