রমজান মাসে কি বিয়ে করা যায়?

ইসলামিক শিক্ষা June 17, 2017 1,273
রমজান মাসে কি বিয়ে করা যায়?

প্রশ্ন : রমজান মাসে কি বিয়ে করা যায়? আর বিয়ে করলে কোন সময়টায় জায়েজ আছে?


উত্তর : হ্যাঁ, রমজান মাসে বিয়ে করা সিদ্ধ, নিষিদ্ধ কিছুই না, জায়েজ। বিয়ে করতে পারেন। রমজান মাসে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া রাতে হবে এবং বিয়েও রাতেই হবে। এটা স্বাভাবিক কথা।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন