আসছে ইউরেকা ফোন

মোবাইল ফোন রিভিউ June 15, 2017 909
আসছে ইউরেকা ফোন

এ মাসেই বাজারে আসছে ইউ ইউরেকা স্মার্টফোন। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে। কালো রঙের এই ফোনটি ১৯ জুন থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি।


ইউরেকা ব্ল্যাক ফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি থাকছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ ৬৪ বিটের প্রসেসর থাকছে।


ফোনটিতে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস ৩ ডিসপ্লে থাকছে।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে হোম বাটন থাকছে।


ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এতে এলইডি ফ্লাশও আছে। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


ইউরেকা মাইক্রোম্যাক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান।