ব্রণ প্রায় সবারই হয়। তবে অবেকের ব্রণের মাত্রা অনেক বেশি থাকার কারণে দেখতে অনেক খারাপ লাগে। এই ব্রণ দূর করার একটি কার্যকরী প্রাকৃতিক উপায় আছে। আর এই কার্যকরী উপায় টির নাম হল ত্রিফলা। ত্রিফলা হল ৩ টি ফলের মিশ্রন। ত্রিফলা বাজারে শুকনা অবস্থায় পাওয়া যায়। অনেক কোম্পানি এটিকে নানা ভাবে প্রক্রিয়াজাত করেন ও বিক্রি করেন। তবে সবচেয়ে নিরাপদ হল যদি শুকনো ফলের মতো অবস্থায় ত্রিফলা ব্যববার করেন। এতে থাকে আমলকি, হরিতকি, বহেড়া।
ত্রিফলার ব্যাবহার পদ্ধতি :
ত্রিফলার মিশ্রণের একটি অংশ(যাতে অন্তত ১ টি হরিতকি, ১ টি বহেড়া ও ২ টি আমলকি থাকে) গুঁড়ো করে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে খালি পেটে রস টি ছেকে খেয়ে নিতে হবে। খাওয়ার পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে নাস্তা করার জন্য।
এছাড়া যদি আপনার ব্রণ বেশি পরিমাণে হয়ে থাকে। তাহলে ব্রণ দূর করার জন্য অল্প পরিমান ত্রিফলার গুঁড়ো মধু অথবা পানিতে মিশেয়ে নিন। কিছুক্ষন মিশ্রণটি রেখে দিন। তারপর শুধু ব্রণের উপর লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।