জেনফোন লাইভ আনলো আসুস

মোবাইল ফোন রিভিউ June 14, 2017 771
জেনফোন লাইভ আনলো আসুস

তাইওয়ানের টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন। এটি জেনফোন সিরিজের। মডেল জেনফোন লাইভ।


আসুস জেনফোন লাইভে থাকছে ১.৪ আল্ট্রা পিক্সেল সেন্সর এর সেলফি ক্যামেরা যা সাধারণ পিক্সেল থেকে ২০০% পর্যন্ত আলোক সংবেদনশীল। আরো থাকছে সফট লাইট এলইডি সেলফি ফ্ল্যাশ। যা সেলফি তুলতে কিনবা লাইভে যেতে ত্বকের স্বাভাবিক রঙ বজায় রাখে।


নতুন জেনফোনের পেছনে রয়েছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, এফ ২.০ অ্যাপার্চার আর আসুস এর নিজস্ব পিক্সেল মাস্টার ক্যামেরা টেকনোলোজি। ১২ টি আলাদা ক্যামেরা মোড সহ এতে আরো আছে বিউটিফিকেশন, লো লাইট ও হাই রেজ্যুলেশান মোড।


আসুস জেনফোন লাইভে আছে শক্তিশালী ৫ ম্যাগ্নেট স্পিকার, যা উচ্চ মাত্রার শব্দকে স্পষ্ট ও শ্রুতিমধুর করে। স্টাইলিশ ম্যাটালিক ফিনিশিং এর বডি আর ২.৫ডি বাঁকানো কাঁচে মোড়ানো জেনফোন লাইভ দেখতেও আকর্ষণীয়। দেশের বাজারে আসুস জেনফোন লাইভ পাওয়া যাবে চলতি সপ্তাহ থেকে। এর মূল্য রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা।