এক ফোনে দুই ডিসপ্লে

মোবাইল ফোন রিভিউ June 14, 2017 965
এক ফোনে দুই ডিসপ্লে

এক ফোনে দুই ডিসপ্লে। ভাবতেই অবাক লাগে। কিন্তু শিগগিরই এমন ফোন বাজারে আসতে চলেছে। ফোনটি তৈরি করছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজু্। মডেল মেইজু প্রো ৭। এতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি সেকেন্ডারি ডিসপ্লে থাকছে।


ফোনটিতে ৫.৫ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে রিয়ারে আছে ছোট আকারের সেকেন্ডারি ডিসপ্লে। সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।


ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটিতে এমব্যাক মাল্টিফাংশনাল লক সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে হোম বাটন রয়েছে।


এটি ফুটপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে।


ফোনটিতে কোয়াড এইচ ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে হেলিও এক্স৩০ চিপসেট ও ডেকাকোর সিপিইউ রয়েছে। ফোনটি ৪ জিবি কিংবা ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এটি ৬৪ এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে তৈরি হওয়ার কথা রয়েছে।


এর সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।


ধারণা করা হচ্ছে ফোনটি ৫৬৯.৯৯ ডলারে বিক্রি হবে।