যাঁরা এফএম রেডিও শুনতে পছন্দ করেন তাঁদের জন্য দরকারি একটি অ্যাপ রয়েছে গুগল প্লেস্টোরে। অ্যাপটির নাম বাংলা টিউন। অ্যাপটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে—
তালিকা থেকে যেকোনো চ্যানেলে ক্লিক করলেই তা চালু হয়, অন্য অ্যাপের মত খুব বেশি বিরক্তিকর বিজ্ঞাপন নেই, দেশের সব এফ এম শোনার সুবিধা, ভারতের জনপ্রিয় বাংলা এফ এম শোনার সুবিধার পাশাপাশি বিশ্বের জনপ্রিয় বাংলা এফ এম শোনার সুবিধা আছে এতে। এ ছাড়া খেলার হালনাগাদ তথ্য নোটিফিকেশন আকারে পাওয়া যায়।
অ্যাপটি ডাউনলোডের লিংক ( https://goo.gl/TbxCR9)