সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে এই ফেসবুকের কারণে মাঝে মাঝে বিড়ম্বনায়ও পড়তে হয়। কারণ দুষ্ট লোকেরা সবসময় ওৎ পেতে থাকে আপনার ক্ষতি করার জন্য। কোনোরকম আপনার ফেসবুকের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারলে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। এজন্য দরকার ফেসবুক পাসওয়ার্ডের সুরক্ষা।
★ আসুন জেনে নিই ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে তিনটি পরামর্শ....
১.একদম আলাদা একটা মেইল-আইডি দিয়ে ফেসবুকে ঢুকুন, যেটা অন্যদের জানার কথা নয়। আর, সেই আইডি-টা কখনই ফেসবুকে দিয়ে রাখবেন না।
২.সিকিউরিটি কোয়েশ্চেন নিজেই তৈরি করুন একটু শক্ত করে। তাহলে তার উত্তর আপনি ছাড়া আর কেউ জানতে পারবে না!
৩.খুব ঘনিষ্ঠ তিন-চারজন বন্ধুকে জানিয়ে রাখুন পাসওয়ার্ড। ফলে তারা ছাড়া আর কারও অনুমোদনে কাজ করবে না Recover your account with help from friends।"