দুই রিয়ার ক্যামেরায় আসছে গুগলের পিক্সেল ২

মোবাইল ফোন রিভিউ June 10, 2017 771
দুই রিয়ার ক্যামেরায় আসছে গুগলের পিক্সেল ২

গুগলের আপকামিং স্মার্টফোন পিক্সেল ২ ফোনটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি এই ফোনটি সম্পর্কে নতুন তথ্য জানা গেলো। ফোনটিতে নাকি দুই রিয়ার


ক্যামেরা থাকছে। এছাড়াও এর ডিসপ্লে হবে বেজেললেস। এই ফোনটি আগামী বছর নাগাদ বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।


পিক্সেল ২ ফোনটিতে দেখতে অনেকটা স্যামসাংয়ের এস৮ এর মত। কেননা, এস ৮ এর ডিসপ্লের ডান ও বাম পাশে বেজেল নেই। বেজেল খুঁজে পাওয়া যাবে উপরে ও


নিচে। পিক্সেল ২ ফোনটিতেও একইভাবে তৈরি করা হয়েছে।


জানা গেছে, পিক্সেল ২ ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরাসহ এলইডি ফ্লাশ থাকছে। ব্যাক প্যানেল অনেকটা পিক্সেল ফোনের মত । হাফ মেটাল ও হাফ গ্লাস ডিজাইনে তৈরি


ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


পিক্সেল ২ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক থাকবে।