যতসব দুষ্টু ডাকাত

১৮+ কৌতুক April 18, 2016 3,579
যতসব দুষ্টু ডাকাত

এক লোক তার স্ত্রী কে ধোকা দিয়ে পাশের বাড়ির মেয়ের সাথে "s*x" করত। একদিন হঠাৎ কেউ একজন ঐ মেয়েটির বাড়ি চলে আসলো যখন তারা রতি ক্রিয়ায় মগ্ন।


বেল বাজার সাথে সাথেই লোকটা কাপড় ছাড়াই দ্রুত পিছনের দরজা দিয়ে তার বাড়ি চলে আসলো


তার স্ত্রী : এই তুমি কাপড় ছাড়া কোথা থেকে এসে হাজির হলা?


স্বামীঃ আর বলো না,রাস্তায় ডাকাতেরা ধরে রাস্তায় সব কিছু নিয়ে গেছে।


স্ত্রী খুব ভদ্র ভাবে উত্তর দিলোঃ যতসব দুষ্টু ডাকাত, তোমার সব কিছু নিয়ে যেয়ে তোমার "pe-nis" এ একটা কন*ডম পরায় দিয়ে গেছে!