প্রশ্ন : নারীদের নামাজের বিষয়ে নির্দেশনা এসেছে যে,জামাতে না পড়ে ঘরের কোণে পড়ার জন্য। আমরা তাই ঘরের কোণে পড়ছি। কিন্তু পুরুষেরা জামাতে নামাজ পড়ে যে সওয়াবটা পায়, ২৫ গুণ বা ২৭ গুণ,আমরা ঘরে পড়ে কি সেই সওয়াব পাব?
উত্তর : যদি আল্লাহর কোনো বান্দী অথবা কোনো বোন যদি ঘরে সালাত আদায় করে থাকেন, রাসুল (সা.)-এর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে, ঘরটা তার জন্য শ্রেষ্ঠ বা আফদাল। তিনি অবশ্যই এ ফজিলতটুকু সেখানে পাবেন। জামাতে অংশগ্রহণ না করলেও তিনি ঘরে পড়লে এই ফজিলতটুকু পাবেন।
তবে জামাতে অংশগ্রহণ করাটা তাঁর জন্য নিষেধ নয়। তিনি ইচ্ছে করলে জামাতে অংশগ্রহণ করতে পারেন। জামাতে অংশগ্রহণ করলে জামাতের ফজিলতটুকুও তিনি লাভ করবেন।
এটাও খেয়ায় রাখতে হবে যে, আমরা অনেকে মনে করে থাকি যে নারীরা জামাতে অংশগ্রহণ করলে সওয়াব পাবেন না। তা নয়, জামাতে অংশগ্রহণ করলে আপনি জামাতের সওয়াবটুকুও পাবেন। তবে ঘরে আদায় করার ব্যাপারে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা হচ্ছে নারীদের জন্য এটা আফদাল বা শ্রেষ্ঠ।