মহল্লার বিচ্ছু পোলাপান

প্রেমিক-প্রেমিকা কৌতুক June 4, 2017 2,351
মহল্লার বিচ্ছু পোলাপান

প্রেমিক : আগামীকাল থেকে আমরা আর তোমার এলাকায় দেখা করব না।


প্রেমিকা : কেন?


প্রেমিক : তোমার মহল্লার পোলাপান খুবই বিচ্ছু টাইপ।


প্রেমিকা : তোমার সঙ্গে কী করেছে তারা?


প্রেমিক : বেশি কিছু না। তোমাদের গলিতে ঢুকতেই পেছনে কুকুর লেলিয়ে দেয় আর দল বেঁধে গান গায়- ভয় পেলে কি প্রেম করা আর চলে...