জানা অজানা মজার তথ্য - ২১তম পর্ব

জানা অজানা June 4, 2017 1,345
জানা অজানা মজার তথ্য - ২১তম পর্ব

► যে গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে -

— ব্রিস্টলকোন পাইন (প্রায় ছয় হাজার বছর) ।

:

► যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় -

— আখরোট ।

:

► যে প্রাণী একচোখ খোলা রেখে ঘুমায় -

— ডলফিন ।

:

► যে মাছ শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে -

— বৈদ্যুতিক বাইম (ইলেকট্রিক ঈল) ।

:

► যে প্রাণী চোখ-কান দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় -

— হরিণ ।

:

► যে প্রাণী দুচোখ খোলা রেখে ঘুমায় -

— মাছ ।

:

► যে প্রাণী দাড়িয়ে ঘুমায় -

— ঘোড়া, হাতি, জিরাফ ।

:

► যে পাখি পানির উপর দিয়ে হাটতে পারে -

— ওয়েস্টার্ন গ্রেব।

:

► যে পাখির লেজ নেই -

— কিউই ।

:

► যে মাছ বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে -

— ব্যাঙ মাছ ।