* ভ্যাট কেটে নেয়া দূরে থাকঃ মানে ইঁদুর পর্যন্ত আপনার টাকা কাটতে পারবে না!
* করের ভয় নেই! অন্য কেউ তো পরে, ঘরের বউও আপনার টাকা হাত দিয়ে ছুঁতে পারবে না!
* অর্থ পাচার হওয়ার কোনো রিস্ক নেই! এমনকি মাটি খুঁড়ে চুরি হওয়ার ভয়ও নেই!
* দুদক টাকার সন্ধান পাওয়া দূরে থাক, তেলাপোকাও আপনার টাকা খুঁজে পাবে না!
* ব্যাংক থাকে দূরে কিন্তু মাটির ব্যাংক আপনার হাতের নাগালের মধ্যে থাকে।
* চেক আর জমা বইয়ের ঝামেলা নেই মাটির ব্যাংকে!
বিঃ দ্রঃ আসুন পেছনের দিনে ফিরে যাই আর মাটির ব্যাংকে টাকা রাখি। নিজের টাকা নিজের কাছে রাখি। অন্যদের নাগাল থেকে মুক্ত রাখি।