ফুঁ দেওয়া

হাসির গল্প April 17, 2016 2,224
ফুঁ দেওয়া

হোজ্জার কাছে এক লোক এসে বলল, হোজ্জা সাহেব, শুনেছি আপনি অনেক জ্ঞানী মানুষ। আপনার অনেক বুদ্ধি। তাই আমি এলাম আপনার কাছে কিছু শিখব বলে।


হোজ্জা বললেন, ঠিক আছে শিখতে চাইলে বসুন এখানে। লোকটি বসল।


কিছুক্ষণ পর হোজ্জার স্ত্রী একটি বাটিতে করে জ্বালানো কয়লা দিয়ে গেলেন কামরা গরম করার জন্য।

কয়লা যখন নিবু নিবু তখন আগুনের তাপ বাড়ানোর জন্য হোজ্জা সেই কয়লায় ফুঁ দিতে লাগলেন। তখন লোকটি বলল, হুজুর কয়লায় ফুঁ দিচ্ছেন কেন?


উত্তরে হোজ্জা বললেন, এতে আগুন বাড়ে আর কামরা গরম হয়।


শুনে লোকটি বলল, যাক একটা নতুন জিনিস শিখলাম। ফুঁ দিলে গরম হয়।


কিছুক্ষণ পরের কথা। হোজ্জার স্ত্রী দুই কাপ চা দিয়ে গেলেন। হোজ্জা চা খাওয়ার সময় আবার ফুঁ দিতে লাগলেন।


তাই দেখে লোকটি জিজ্ঞেস করল, এখন ফুঁ দিচ্ছেন কেন?


জবাবে হোজ্জা বললেন, এতে চা ঠাণ্ডা হয়।


শুনে লোকটি অবাক হয়ে বলল, এটা কেমন কথা? একটু আগে বললেন ফুঁ দিলে গরম হয়। এখন আবার বলছেন ফুঁ দিলে ঠাণ্ডা হয়। একই মুখে দুই রকম কথা!


আপনি দেখছি আমার থেকেও বোকা। আপনার কাছে কিছু শিখব না। আমি চলি।