স্টিভ জবস, বিল গেটস ও মার্ক জাকারবার্গ গ্রুপ চ্যাট ...

হাসির গল্প April 17, 2016 1,801
স্টিভ জবস, বিল গেটস ও মার্ক জাকারবার্গ  গ্রুপ চ্যাট ...

স্টিভ জবস, বিল গেটস ও মার্ক জাকারবার্গ একবার ফেসবুকে গ্রুপ চ্যাট করছিলেন...


ফেসবুকে সাধারণত দেখা যায়, কোনও কিছু নিয়ে আলোচনা করতে গেলে সেটা একপর্যায়ে তর্কাতর্কিতে চলে যায়...

তাই তাদের কথোপকথনও 'কার অবদান বেশী' সেটা নিয়ে তর্কে চলে গেলো... !


বিল গেটস লিখলেন, "আমি অপারেটিং সিস্টেমকে এমন সহজ ও কার্যকর করেছিলাম বলেই আজ তোমার মতো ছোকরারা সফল হতে পেরেছো... অপারেটিং সিস্টেম না থাকলে মানুষ ফেসবুক চালাতো কি করে, বল দেখি... "


স্টিভ জবস লিখলেন, "কাম ডাউন, মাই বয়... ভার্সিটিতে যখন পড়তে, তখন তো তোমাকে দেখতাম কানে আইফোন লাগিয়ে ঘুরতে... এখন আবার আমার উপরে কথা বল ? ভালো সাহস তো তোমার... ! ! আমি না থাকলে তো তোমরা উদ্যোক্তা হওয়ার সাহসই করতে না..."


মার্ক জাকারবার্গ লিখলেন, "আপনারা যে ভুল করেছেন, আমি তা করিনি... আমার পরে পৃথিবীর আর কেউ যেন সময়ের যথাযথ ব্যবহার করে আমার মতো সফল না হতে পারে, সেজন্যই তো ফেসবুক আবিষ্কার করলাম..."


বিল গেটস আর স্টিভ জবস ঠিক তখনই খেয়াল করলেন, গত তিন ঘণ্টা ধরে তারা ফেসবুকে পড়ে আছেন, এদিকে রাজ্যের কাজ বাকী..."