একাধিকবার গোসল করলে কি রোজার ক্ষতি হয়?

ইসলামিক শিক্ষা June 2, 2017 783
একাধিকবার গোসল করলে কি রোজার ক্ষতি হয়?

প্রশ্ন : রমজান মাসে রোজা থাকা অবস্থায় তিন-চারবার গোসল দিলে কি রোজার কোনো ক্ষতি হবে?


উত্তর : না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কারণ সিয়াম ভঙ্গকারী বা সিয়াম মাকরুহ হওয়ার যে কারণগুলো আছে, তার মধ্যে গোসল করা নেই। গোসল করা কখনো কখনো উত্তমও হতে পারে। আবার অসুস্থ ব্যক্তির জন্য গোসল করা ক্ষতির কারণও হতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যবস্থাপনা থাকা দরকার।


একজন যদি চারবার গোসল করেন, এর কারণে তিনি ক্ষতিগ্রস্ত হতেও পারেন। তাই বিষয়টি নির্ভর করছে গোসল করলে কোনো অসুবিধা আছে কি না, তার ওপর। তবে এতে সিয়ামের কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন