ওয়ান প্লাসের সবচেয়ে পাতলা ফোন

মোবাইল ফোন রিভিউ June 2, 2017 2,230
ওয়ান প্লাসের সবচেয়ে পাতলা ফোন

সবচেয়ে পাতলা ফোন আনছে চীনের ফ্লাগশিপ স্মার্টফোন কিলার ব্র্যান্ড ওয়ান প্লাস। ওয়ান প্লাসের ব্যানারে এটি নতুন ফোন। ফোনটির মডেল ওয়ান প্লাস ৫। ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ছিল ওয়ান প্লাস ৩টি এবং ওয়ান প্লাস এক্স। ওয়ান প্লাস ওয়ান দিয়ে ফোনের বাজারে আসে প্রতিষ্ঠানটি।


যদিও ওয়ান প্লাস ৪ নামে কোন ফোন বাজারে এসেনি। এর পেছনে একটি কারণও আছে। চীনারা মনে করেন ৪ সংখ্যাটি শুভকর নয়। এজন্য ওয়ান প্লাস ৪ নামে কোনো ডিভাইস বাজারে আনেনি। এবার ওয়ান প্লাস ৫ বাজারে আসছে।


উইবোতে এক পোস্টে ওয়ান প্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লা জানান, ওয়ান প্লাসের সবচেয়ে পাতলা ফোন হবে ওয়ান প্লাস ফাইভ। এটি হবে উন্নত মানের ফোন।


ফোনটি দেখতে অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এজের মত। এতে ডুয়েল এজ ডিসপ্লে থাকবে। ফোনটির সেলফি ক্যামেরা হবে ১৬ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের।


দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি হবে ৬ জিবি র‌্যামের। অন্যটি হবে ৮ জিবি র‌্যামের। এর বিল্টইন মেমোরি হবে ২৫৬ জিবির। ফোনটি বডি হবে শাওমির মি ম্যাক্সের মত সিরামিক বডির।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হবে। ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটিতে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। এতে ড্যাশ চার্জ ২.০ ব্যবহার করা হবে।