রং ফর্সাকারী ক্রিম ত্বকের কী ক্ষতি করে?

রূপচর্চা/বিউটি-টিপস June 1, 2017 856
রং ফর্সাকারী ক্রিম ত্বকের কী ক্ষতি করে?

বাজারে থেকে রং ফর্সাকারী ক্রিম কিনে ব্যবহার করছেন ঝটপট ফর্সা হওয়ার জন্য। কিন্তু জানেন কি এগুলো আপনার ত্বকের বড় ধরনের ক্ষতি করছে? বিশেষজ্ঞদের মতে, ত্বকের ক্যান্সারের অন্যতম কারণ এ ধরনের ক্রিম।


• জেনে নিন রং ফর্সাকারী ক্রিম কী কী ক্ষতি করে ত্বকের. . .


এ ধরনের ক্রিমে স্টেরোয়েড এবং ট্রেটিনোইন নামক দুটি উপাদান থাকে যা ত্বকের ক্যান্সারের জন্য দায়ী।


যদি রং ফর্সাকারী ক্রিমে ২ শতাংশের বেশি হাইড্রোকুইনান থাকে, তবে সেটি নিয়মিত ব্যবহারের উল্টো ত্বক কালো হয়ে যেতে পারে! সেই সঙ্গে মুখের পাশপাশি সারা শরীরে হাইপারপিগমেন্টটেশন ধরনের রোগও হতে পারে।


বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল দেওয়া রং ফর্সাকারী ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে চামড়া মোটা হয়ে যেতে পারে। এছাড়া বলিরেখাসহ নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে ত্বকে।


রং ফর্সাকারী ক্রিম অনেক দিন ধরে ব্যবহার করলে ত্বক হারিয়ে ফেলে জৌলুস। শুষ্ক ও বিবর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি কালচে ছোপ ছোপ দাগ ও চুলকানি দেখা দিতে পারে ত্বকে।