নিজে নিজে হার্ডওয়্যার পরিবর্তন করা যাবে এমন মডিউলার ফোন আনলো অ্যানড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন। ফোনটি ৩০ মে বাজারে এসেছে।
অ্যান্ড্রি এক সময় গুগলে কর্মরত ছিল। সেখান কর্মরত অবস্থায় তিনি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
এরপর ২০১৪ সালে তিনি গুগল ছেড়ে নিজস্ব ব্যবসায় নামেন। গতবছর অ্যান্ডি স্মার্টফোন আনার ঘোষণা দেন। অবশেষে বাজারে আসছে অ্যান্ডির ফোন।
অ্যান্ডির অ্যানড্রয়েডে ফোনে আছে ৫.৭১ ইঞ্চির ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৩১২x২৫৬০ পিক্সেল। এতে আছে ৪ জিবি র্যাম ও ১.৯ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর।
ছবির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে ১২৮ জিবি বিল্টিইন মেমোরি ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি ৩০৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির মূল্য ৭৪৯ ডলার।