শিক্ষক : এমন একটা মাত্র জিনিস আছে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটা ছাড়া আমরা বাঁচতেও পারি না। কি সেটা?
বাবুল : বাতাস।
শিক্ষক : ভেরি গুড।
পল্টু : না স্যার, ওটা ছাড়াও কিছু আছে।
শিক্ষক : আচ্ছা, তাহলে তুমিই বলো কি সেটা?
পল্টু : স্যার, সেটা হল ইন্টারনেট কানেকশন।