সেদ্ধ ডিমের খোসা ছাড়ান ১০ সেকেন্ডে!

টুকিটাকি টিপস May 30, 2017 1,160
সেদ্ধ ডিমের খোসা ছাড়ান ১০ সেকেন্ডে!

বাড়িতে মেহমান আসবে বলে সব কাজেই তাড়াহুড়া করছেন। অথচ ঝটপট রান্না করতে গিয়ে দেখা গেল অনেকগুলো ডিমের খোসা ছাড়ানো বাকি! এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে জেনে নিন মাত্র ১০ সেকেন্ডে কীভাবে খোসা ছাড়াবেন সেদ্ধ ডিমের-


▶একটি বয়ামে ঠাণ্ডা পানির মধ্যে সেদ্ধ ডিম দিয়ে ঢাকনা আঁটকে নিন। বয়ামটি উপরে নিচে বারকয়েক জোরে জোরে ঝাঁকান। ডিমের খোসা আলাদা হয়ে যাবে।


▶সেদ্ধ ডিমের উপরের অংশ ফাটিয়ে চা চামচ ঢুকিয়ে আস্তে করে বের করে আনুন পুরো ডিম।


▶একটি শক্ত বোর্ডের উপর ডিম রেখে হাতের তালুর সাহায্যে রুটির মতো বেলে নিন। আলাদা হয়ে যাবে খোসা।


▶ডিম সেদ্ধ করার সময় পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিলে দ্রুত ছাড়াতে পারবেন খোসা।


তথ্য: এনডিটিভি