আসুসের নতুন ট্যাব

মোবাইল ফোন রিভিউ May 30, 2017 688
আসুসের নতুন ট্যাব

তাইওয়ানের তাইপেতে চলছে তথ্যপ্রযুক্তির প্রর্দশনী কম্পিউটেক্স ২০১৭। এই প্রদর্শনীতে আসুস একটি ট্যাব অবমুক্ত করেছে। মডেল জেনপ্যাড থ্রিএস ৮.০ জেড৫৮২কেএল।


ট্যাবটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৫২ চিপসেট রয়েছে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ৩ জিবি র‌্যামেও ট্যাবটি পাওয়া যাবে। দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে ট্যাবটি পাওয়া যাবে। একটি ১৬ জিবির। অন্যটি ৩২ জিবির।


আসুসের নতুন ট্যাবটির ডিসপ্লে ৭.৯ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৫৩৬x২০৪৮ পিক্সেল।


জেনপ্যাডটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবটি অ্যালুমিনিয়াম ইউনিবডিতে তৈরি।