এলজির ৬ জিবি র‌্যামের স্লাইডিং ফোন

মোবাইল ফোন রিভিউ May 29, 2017 855
এলজির ৬ জিবি র‌্যামের স্লাইডিং ফোন

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানে এলজি ৬ জিবি র‌্যামের একটি স্লাইডিং ফোন আনছে। ফোনটির মডেল এলজি ভি৩০। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে।


প্রযুক্তির খবর রটানোকারী ইভান ব্লাস সর্ব প্রথম এলজি ভি৩০ এর তথ্য ছবি প্রকাশ করে। তার প্রকাশিত তথ্য ছবি দেখে ফোনটি সম্পর্কে অবগত হওয়া যায়।


জানা যায়, এলজির নতুন ফোনটিতে একটি কোড নেমে তৈরি করা হচ্ছে। একটি হবে এলজির ফ্লাগশিপ ডিভাইস। এই ফোনটি স্লাইডিং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


এই ফোনটিতে সেকেন্ডারি ডিসপ্লের পাশাপাশি ডুয়েল ক্যামেরা থাকবে। ফোনটি এ বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আসার কথা রয়েছে।


ফোনটিতে ওলিড ডিসপ্লে এবং ৬ জিবি র‌্যাম থাকার কথা রয়েছে। তবে এতে কোন কোম্পানির প্রসেসর ব্যবহার করা হবে সে সম্পর্কে এলজি স্পষ্ট করে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে।