পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের জন্য টেক জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল বিশেষ সেবা হিসেবে রমজান নিয়ে বিশেষ ওয়েবসাইট নিয়ে এসেছে। রমজান উপলক্ষে গুগল চালু করেছে ‘গুগল রমজান করিম’ নামক নতুন একটি ওয়েবসাইট।
এই ওয়েবসাইটটিতে প্রয়োজনীয় ভিডিওগুলো যুক্ত করা হয়েছে। যেমন রমজান-সংক্রান্ত বিভিন্ন ভিডিও, রেসিপির ভিডিও, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপসের ভিডিও প্রভৃতি।
এছাড়া গুগল প্লে স্টোরে থাকা রমজান সম্পর্কিত বিভিন্ন অ্যাপস ও গেমস যুক্ত করা হয়েছে।
লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে রমজান বিষয়ক নানা ধরনের অ্যাপস ও গেমস ডাউনলোড করা যাবে। রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ‘অ্যালো’র জন্য রমজান বিষয়ক বিভিন্ন স্টিকার।
অন্যদিকে গুগল ভয়েস সার্চ সেবার মাধ্যমে সূর্যোদয় ও সূর্যাস্তের তথ্য, আশপাশে রেস্তোরাঁ কোথায় রয়েছে, মসজিদ কোথায় রয়েছে, রেসিপি সহ প্রভৃতি কিছু সার্চ করা যাবে।