বাংলা সিনেমার চিরাচরিত ডায়লগের ফেসবুকীয় জবাব

মজার সবকিছু May 28, 2017 1,789
বাংলা সিনেমার চিরাচরিত ডায়লগের ফেসবুকীয় জবাব

▶ডায়লগ


আজ যদি তোর বাবা বেঁচে থাকত...


⚫ফেসবুকীয় জবাব


আজ যদি আমার বাবা বেঁচে থাকত তা হলে এতদিনে নির্ঘাত একটা ফেসবুক আইডি খুলে দিত আর একটা ভেরিফাইড পেজ গিফট করত, তাই না মা?


▶ডায়লগ


পালাও, মতিনের মা! আমি এদিকটা দেখছি, দোহাই তুমি ওদের নিয়ে পালাও।


⚫ফেসবুকীয় জবাব


ওকে, মতিনের বাপ, তুমি এদিকটা সামলাও, আমি পালাচ্ছি, যদিও তুমি না বললেও আমি পালাতামই। কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট ফেসবুকে একটা পোক দিও। অন্তত পক্ষে পোক ব্যাক দেয়ার গ্যারান্টি দিচ্ছি।


▶ডায়লগ


ছেড়ে দে শয়তান। মনে রাখিস তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না।


⚫ফেসবুকীয় জবাব


তোমাকে কত্তগুলা মেসেজ দিলাম একটাও সিন কর নাই। আজ আমি দেহ মন কিছুই চাই না সুন্দরী! তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দাও। তোমার আইডিতে ঢুকে আমার দেয়া যাবতীয় মেসেজ সিন করাব। বন্ধুদের সামনে মান-ইজ্জত কিছু থাকছে না...


▶ডায়লগ


আজ যদি আপনি না থাকতেন তা হলে আমার সর্বনাশ হয়ে যেত..


⚫ফেসবুকীয় জবাব


তাই নাকি? তা হলে তো আজ বিরাট পুণ্যের কাজ করে ফেলেছি। দাঁড়ান ফেসবুক লাইভে গিয়ে বন্ধুদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি। কেউ কমেন্টে প্রশ্ন করলে দু’জন মিলেই উত্তর দেব। বহুদিন লাইভে আসি না।


▶ডায়লগ


এই শয়তানটা তোর বাবাকে হত্যা করেছে, মতিন প্রতিশোধ নে, চরম প্রতিশোধ।


⚫ফেসবুকীয় জবাব


মা তুমি চিন্তা করো না। আমি ওর নামের স্পেলিং পেয়ে গেছি। আজই সব ফ্রেন্ডরা একযোগে রিপোর্ট করে ওর আইডি খেয়ে দিচ্ছি।


▶ডায়লগ


হ্যান্ডস আপ। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।


⚫ফেসবুকীয় জবাব


ওকে, পুলিশ ভাই আমরা সবাই কথা দিচ্ছি কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আপনিও কথা দিন আমাদের সবার আইডিকে প্রমোট করবেন। এড়িয়ে যাবেন না প্লিজ, একজন এড়িয়ে গেছিল, সে এখন এই মুভির ভিলেন...