ইফতার করার সময় যে দোয়া পড়বেন

ইসলামিক শিক্ষা May 28, 2017 1,364
ইফতার করার সময় যে দোয়া পড়বেন

সুর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার তাগিদ দিয়েছেন।


ইফতারের প্রথম লোকমা মুখে দেয়ার সময়ই এ দোয়া করা। ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করেন।


দোয়াটি হলো-


উচ্চারণ : ইয়া ওয়াসিআ’ল মাগফেরাতি ইগফিরলি। (মুসলিম)

অর্থ : হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর ক্ষমা লাভ করে নৈকট্য অর্জন করতে ইফতার করার সময় এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।