জানা অজানা মজার তথ্য - ১৮তম পর্ব

জানা অজানা May 26, 2017 1,695
জানা অজানা মজার তথ্য - ১৮তম পর্ব

★ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!!


★নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।


★আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।


★প্রজাপতির চোখের সংখ্যা ১২০০টি।


★হাঙর এর কোনও প্রকার রোগ ব্যাধি হয় না!!


★ডিমের কুসুম যাতে খোসায় লেগে যেতে না পারে , তাই মুরগি তার ডিমকে দিনে প্রায় ৫০ বার উল্টে দেয়।


★একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।


★প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।


★হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।


★মরুভুমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।


★হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।


★কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।


★বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।


★বাঘেদের গায়ে যে ডোরাকাটা দাগ আছে, সেটা শুধু ওদের রঙিন লোমের কারণেই নয়; ওদের গায়ের চামড়াও ডোরাকাটা রঙের!


★ ইমু পাখি আর ক্যাঙ্গারু- কেউ-ই পেছনের দিকে হাঁটতে পারেনা।


★শামুক কতোদিন ঘুমায় জানো? প্রায় তিন বছর ধরে!


তথ্যসূত্রঃ ইন্টারনেট