শরীরের দাগ দূর করার যাদুকরী পদ্ধতি

রূপচর্চা/বিউটি-টিপস May 25, 2017 733
শরীরের দাগ দূর করার যাদুকরী পদ্ধতি

শরীরে কী একটা বা একাধিক ক্ষত চিহ্ন আছে‚ যা সার্জারি বা আঘাত লাগার ফলে হয়েছে? এর জন্য কি আপনি লজ্জা পান? এবং পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারেন না?


অনেকের তো আবার মুখে ক্ষত চিহ্ন থাকে। এর জন্য দোকানে অনেক রকম মেকআপ এবং ক্রিম পাওয়া যায় যা দাগ মুছে দিতে সাহায্য করে। কিন্তু এতে দাগ মুছে যায় না।


লেজার স্কার রিমুভ্যাল ট্রিটমেন্ট করাতে পারেন। কিন্তু এটা খুবই ব্যয় সাপেক্ষ এবং তাছাড়াও এর সাইড এফেক্টস আছে।


ক্ষত চিহ্ন সম্পূর্ণ রূপে মুছে ফেলার একটা ঘরোয়া উপায়। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে অল্প দিনেই দেখবেন ক্ষত চিহ্ন হাল্কা হয়ে গেছে। এবং কিছুদিনের মধ্যে তা সম্পূর্ণ রূপে মিলিয়েও যাবে।


প্যাক তৈরি করার জন্য যা যা দরকারঃ

চন্দন গুঁড়ো – এক চা চামচ।

টি ট্রি অয়েল – দুই চা চামচ।

লেবুর রস – দুই চা চামচ।


এই প্যাকটি ঘরে তৈরি করে নিয়মিত ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই দাগ হাল্কা হয়ে যাবে।


এই প্যাকে উপস্থিত উপদান দাগের জায়গায় স্বাস্থ্যকর সেল তৈরি হতে সাহায্য করে। ফলে ক্ষত শুকিয়ে যায়। এছাড়া লেবুর রস এবং চন্দন প্রাকৃতিক ব্লিচিং এজেন্টের কাজ করে চন্দন গুঁড়ো‚ টি ট্রি অয়েল এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাকটি তৈরি করুন, এরপর ক্ষত চিহ্নের ওপর এই প্যাক লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর হাতে জল নিয়ে ভিজিয়ে ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।