সাইলেন্ট অবস্থায় নিখোঁজ ফোন? জেনে নিন ফোন খোঁজার এক দারুন উপায়

মোবাইল টিপস May 24, 2017 2,673
সাইলেন্ট অবস্থায় নিখোঁজ ফোন? জেনে নিন ফোন খোঁজার এক দারুন উপায়

প্রায়ই ঘরের মধ্যে মোবাইল হারিয়ে ফেলেন আপনি? মোবাইল খোঁজার সহজ উপায় আছেই। অন্য কারও ফোন থেকে কল করুন, আর দেখে নিন কোথায় বাজছে আপনার ফোন। কিন্তু যদি ফোন সাইলেন্ট করা থাকে, তাহলে তো গেল। ফোন খুঁজে পেতে নাকাল অবস্থা হয়।


আর অফিস বেরনোর সময় এমন ঘটনা ঘটলে তো কথাই নেই। অফিস লেট, বসের ঝাড়- কিছু থেকেই রেহাই পাবেন না। জেনে নিন ফোন সাইলেন্ট থাকলেও কিভাবে খুঁজে নেওয়া যাবে সেই মোবাইল।


১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।


২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।


৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।


৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।


৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।


৬. এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।


৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।


এই একই পদ্ধতিতে আপনি আপনার হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পেতে পারেন। তবে একটাই বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা এই যে, আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাবেন না।


সূত্রঃ কলকাতা২৪