প্রেমিকা হিসেবে মেয়েদের দাবি-দাওয়া!

মজার সবকিছু May 20, 2017 1,441
প্রেমিকা হিসেবে মেয়েদের দাবি-দাওয়া!

প্রেমিকা হিসেবে মেয়েরা কী চায়, তা বের হয়ে এসেছে এক ‘বিশেষ গবেষণায়'। চলুন এবার জেনে নিই প্রেমিকা হিসেবে মেয়েদের কিছু দাবি-দাওয়ার কথা।


১. প্রেম শুরু হয়ে যাওয়ার পর অন্য কোনো মেয়ের দিকে সরাসরি তাকানো তো দূরের কথা, আড়চোখেও তাকানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ! কোনো অজুহাত গ্রহণযোগ্য নহে!


২. প্রেমিকের মোটরসাইকেল থাকলে ভালো হয়! তাকে অগ্রাধিকার দেওয়া হবে! তবে না থাকলেও অনেক সময় চলে যায়!


৩. নিয়মিতভাবে চাইনিজ, থাই, ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে প্রেমিকের!


৪. প্রেম স্টার্ট নেওয়ার পর সেলফোনে কথা বলার ক্ষেত্রে প্রেমিক সাহেবকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে! এখানে ‘অগ্রণী ভূমিকা’ মানে হচ্ছে প্রেমিক সাহেবই সর্বদা কল করবেন! প্রেমিকা খুব বেশি হলে মিসডকল দিতে পারেন!


৫. যখন-তখন প্রেমের গাড়ি থামিয়ে দেওয়ার মানে ব্রেকআপের ক্ষমতা একমাত্র প্রেমিকারই থাকবে! এ ক্ষেত্রে কোনো কৈফিয়ত চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ!


৬. প্রেম করতে হলে গিফট একটি অত্যাবশকীয় উপাদান! প্রতিদিন না হোক, নিদেনপক্ষে প্রতি সপ্তাহে উন্নতমানের গিফট প্রেমিক সাহেবকে সরবরাহ করতে হবে!