অভাবমুক্তির জন্য কোন আমল করব?

ইসলামিক শিক্ষা May 20, 2017 1,552
অভাবমুক্তির জন্য কোন আমল করব?

প্রশ্ন : আমি অভাবমুক্ত হতে চাই। কোন আমল করব?


উত্তর : কেউ অভাবমুক্ত হতে চাইলে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য বেশি বেশি করে দোয়া করবেন।


সুনানে তিরমিজির একটি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে, অভাবমুক্তির জন্য পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করাও একটি নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত, যেটি মানুষদের সহযোগিতা করে। যদিও এই হাদিসটির সনদের মধ্যে বিতর্ক রয়েছে। এই সনদটি গ্রহণযোগ্য কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।


তবে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত যদি কেউ জামাতে আদায় করে থাকে, তাহলে তার রিজিকের যে সমস্যা বা অভাব আছে, তা দূর হয় মর্মে একটি জয়িফ হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন