জাপানী নারীদের রূপের রহস্য তারা ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন। আজ আমরা এমন একটি ঘরোয়া উপাদানের কথা জানবো যা ত্বকের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে আপনার স্কিন ফর্সা ও ডার্ক স্পট দূর করে। চলুন তাহলে সেই যাদুকরী ঘরোয়া প্রতিকারটির বিষয়ে জেনে নিই।
এটি তৈরিতে আপনার যা যা লাগবে
· ভাতের মাড় – ৩ টেবিল চামচ
· দুধ – ১ টেবিল চামচ
· মধু – ১ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন এই ঘরোয়া ফেস প্যাকটি
· চালগুলো ভালো করে ধুয়ে নিন। এগুলো ষ্টোভে দেয়ার আগে লক্ষ্য করুন যেন চালের পানি পরিষ্কার দেখায়। ১০ মিনিট যাবৎ চালগুলো ফুটিয়ে নিন।
·চালগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিন।
· একটি পাত্রে ৩ টেবিল চামচ চালের পানি নিন।
·চালের পানির সাথে ১ টেবিল চামচ করে মধু ও দুধ যোগ করুন এবং উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিন।
·এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত।
·শুকিয়ে যাওয়ার পর বাকী পানিটুকু দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
· ভালো ফলাফল পেতে সপ্তাহের প্রতিদিনই ব্যবহার করুন এই মিশ্রণটি।
উপকারিতা
এই মাস্কটি আপনার ত্বককে হাইড্রেটেড হতে সাহায্য করবে, আপনার ত্বকের উন্নতি হবে এবং দাগ দূর হবে। যদিও এই মাস্কটি ব্যবহার করে ত্বককে তরুণ করে তুলতে সময় লাগে তবে এটি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং ভালো। এমনকি সংবেদনশীল ত্বকের মানুষেরাও ব্যবহার করতে পারেন এটি।
-বোল্ড স্কাই