১.
আবেদন : তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?
পাল্টা উত্তর : কোনো দোষ নাই, এখন চোখের চিকিৎসাটা অন্তত করান!
২.
আবেদন : বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে!
পাল্টা উত্তর : লাভ নাই! আমি বের হই না। সারা দিন বাসায় থাকি!
৩.
আবেদন : আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ!
পাল্টা উত্তর : আগুন জ্বাললা তুমি, ঝাঁপ দিলা তুমি, পুড়লা তুমি! এইখানে আমি করলামটা কী রে ভাই!
৪.
আবেদন : তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ!
পাল্টা উত্তর : তোমার একা প্রেম ছিল, পাপের ভাগ শেয়ার করার জন্য হুদাই আমারে টাইনো না!
৫.
আবেদন : তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল!
পাল্টা উত্তর : তোমার মেমরিতে সমস্যা আছে আমি জানি। আমাকে তো নিজের অন্য প্রেমিকার নাম ধরে ভুলে কম সংখ্যক বার ডাক নাই!
৬.
আবেদন : কাঁটার সাথে করলাম সন্ধি, পায়ে বিষে ফুল!
পাল্টা উত্তর : কী আশা করছিলা? কাঁটার সাথে সন্ধি, স্বাগতা, সভ্যতা যাই কর, খুব ভাল্লাগবে?
৭.
আবেদন : কেমন করে সইব আমি, প্রেম আগুনের ত্রাস?
পাল্টা উত্তর : ফায়ার ব্রিগেডের নাম্বার দেব? দাঁড়াও, নেটে সার্চ দিয়ে দেখছি!
৮.
আবেদন : পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব!
পাল্টা উত্তর : তোমার কোনো কালে ছিল নাকি কিছু? সব বিল তো আমিই দিছি সারা জীবন, তুমি আবার নতুন করে নিঃস্ব হবা কেমনে... তুমি তো নিঃস্বই ছিলা...
৯.
আবেদন : তোর আমার এই প্রেমের দাম কী দেবে বিশ্ব?
পাল্টা উত্তর : বিশ্ব আপাতত ডোনাল্ড ট্রাম্পরে নিয়েই বেশি চিন্তিত! এক নির্বাচনের ভুলের দামই দিয়ে কুলাইতে পারতেছে না...
১০.
আবেদন : প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ!
পাল্টা উত্তর : কাউকে দেখছ কোনোদিন আদর করে সুইট কিউট ভঙ্গিতে সোনা মধু বলে অভিশাপ দিছে? সেইটা কিনলে ভাল্লাগ তো?