▶ফেসবুক প্রেম
ইন্টারনেট ডাটা খরচে প্রেম করার সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক। মনের যত কথা আছে ফেসবুকের কল্যাণে বলতে পারেন। শুধু সময় দিতে হবে। চেহারা অসুন্দর হলেও সমস্যা নেই। প্রোফাইলে ফুল বা ছোট বাচ্চার ছবি রাখবেন। অ্যাবাউটে নিজের সম্পর্কে একটু বাড়িয়ে লিখে রাখবেন। জন্ম সাল না লিখে শুধু তারিখ লিখে রাখবেন।
▶গাছ তলার প্রেম
বেশি না, পকেটে দশ টাকার একটা লাল নোট থাকতে হবে। বাদামওয়ালা আসলে দশ টাকার বাদাম কিনবেন। আপনি খাবেন না। বলবেন, পেটের সমস্যা। তাহলে বেশি সময় থাকতে পারবেন।
▶ক্যাম্পাস প্রেম
প্রেমিকার বডি গার্ড হতে হবে। শুধু রাতে ছাড়া। ধরেন ক্যাম্পাসে ঘোরাঘুরি, মার্কেটে যাওয়া, বিকালে হাত ধরে হাঁটা, সার্বক্ষণিক পাশে পাশে থাকতে হবে।
▶পার্কের প্রেম
অতি চালাক হতে হবে। চালাক হলে স্রেফ আপনার টাকা বাঁচবে। পার্কের মধ্যে সব জিনিসের দাম বেশি। পার্কে অবস্থানকালীন কিছু কিনবেন না। আপনার প্রেমিকা যা যা পছন্দ করে তা বাইরে থেকে আগে কিনে নেবেন। এক সময় তার হাতে সেসব দিয়ে বলবেন তোমার জন্য। সে মহা খুশি হবে। ভালোবাসাও বেড়ে যাবে।
▶মহল্লার প্রেম
মহল্লার ভিতরে কোনো মেয়ের প্রেমে পড়লে একটু সমস্যা হয়ে যেতে পারে যদি প্রেমিকার বড়ভাই টাইপ কিছু থাকে। সে ক্ষেত্রে প্রেমিকার চেয়ে বড়ভাইয়ের মন জয় করুন।